পটুুয়াখালীর দশমিনা রিপোটার্স ইউনিটির সভাপতি ফাল্গুনি টিভি উপজেলা প্রতিনিধি ও দীর্ঘদিন যাবৎ একাধিক প্রিন্ট পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ফয়েজ আহম্মেদের সহধর্মিণী ও দশমিনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এইচ এম ফোরকানের ছোটবোন খাদিজা বেগম(৪৩) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত ভোররাত ৪টা ২০মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তিনি মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক গুনাহগ্রাহী রেখে গেছেন।
গতকাল শনিবার জহুরবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে জানাজা শেষে লক্ষ্মীপুর গ্রামে বাবার বাড়ি পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানান ।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দশমিনা রিপোর্টার্স ইউনিটের সকল সাংবাদিক বৃন্দ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি আরো দুঃখ ও শোক প্রকাশ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।