বরগুনা প্রতিনিধিঃ
আজ ১৭ ই মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি।
আজ জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোয় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা থাকলেও পতাকাদ উত্তোলন হয়নি বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং পতাকা উত্তোলিত হয়নি।
স্থানীয়রা জানান, সরকারী নির্দেশনা থাকলেও সকাল থেকে ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন করা হয়নি।
সচিব মোঃ নাজমুল ইসলাম পরিষদে উপস্থিত থাকা স্বত্বেও পতাকা উত্তোলন করেননি। এবং বেলা ১১ টায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় তালাবদ্ধ করে চলে যান।
এ বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি আমি জানিনা,বিষয়টা নিয়ে আপনারা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেন।
৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মাদবারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।